ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য হিসাবে নিয়োগ লাভ করেছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি ও বিশ^বিদ্যালয়ের চ্যান্সেলর মোঃ আবদুল হামিদ-এর অনুমোদনক্রমে ইসলামী বিশ^বিদ্যালয় আইন ১৯৮০ (সংশোধিত আইন, ২০১০) এর আইন ১১ (ক) (১) ধারা অনুসারে তাঁকে আগামী ৪ বছরের জন্য উপ-উপাচার্য হিসাবে নিয়োগ প্রদান করা হয়। গতকাল ৩০ জুন অপরাহ্নে অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য পদে যোগদান করেছেন। পরে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। বিশ^বিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান এসময় তাঁর সাথে ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি
You cannot copy content of this page
Leave a Reply