নিজ সংবাদ ॥ এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন কুষ্টিয়া পৌরসভার কাউন্সিলর তথা প্যানেল মেয়র শাহিন উদ্দিন। ছিন্নমূল এক অসহায় বৃদ্ধাকে নিজের অর্থে ঘর নির্মাণ করে দিয়েছেন তিনি। কুষ্টিয়া পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের একাধিকবার নির্বাচিত কমিশনার শাহিন উদ্দিন। তিনি পৌরসভার প্যানেল মেয়রও। তার ওয়ার্ডের বাসিন্দা বিধবা সখিনা খাতুনের (৯০) বসবাসের জন্য নিজস্ব ঘর ছিলনা। জুগিয়া মিরপাড়া এলাকার মৃত আরশাদ আলীর স্ত্রী বৃদ্ধা সখিনা খাতুন এলাকার একটি পরিত্যক্ত ঘরে পলিথিন দিয়ে চালা তৈরি করে কোনমতে বসবাস করছিল। এটা জানতে পেরে প্যানেল মেয়র শাহিন উদ্দিন ওই মহিলাকে ঢেউটিনের একটি দোচালা ঘর তৈরি করে দিয়েছেন। এতে এলাকার সব মহলের প্রশংসা কুড়াচ্ছেন কাউন্সিলর শাহিন উদ্দিন।