ঢাকা অফিস ॥ অনুমতি ছাড়া মসজিদুল হারাম ও হজের পবিত্র স্থানগুলোতে প্রবেশ করলে ১০ হাজার রিয়াল জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ বলছে,সোমবার থেকে শুরু হয়ে হজ শেষ না হওয়া কার্যকর থাকবে এই সিদ্ধান্ত। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হজের পবিত্র স্থান মিনা, মুজদালিফাহ ও রাফাতের ময়দানে অনুমতি ছাড়া কেউ প্রবেশের চেষ্টা করলে জরিমানা করা হবে। এছাড়া কেউ দ্বিতীয়বার জরিমানার শিকার হলে তাকে গুণতে হবে দ্বিগুণ রিয়াল। সিদ্ধান্ত বাস্তবায়নে গ্র্যান্ড মসজিদ ও হজের পবিত্র স্থানগুলোতে যাওয়ার সড়কগুলোতে তৎপর থাকবে নিরাপত্তাকর্মীরা।
You cannot copy content of this page
Leave a Reply