নিজ সংবাদ ॥ কুষ্টিয়া পুলিশ সুপার মো. খাইরুল আলম বলেছেন, বিট পুলিশিংয়ের মাধ্যমে জনগণের দোরগোড়ায় পুলিশের সেবা পৌঁছে দিতে হবে। কুষ্টিয়া মডেল থানা পুলিশের উদ্যোগে মডেল থানা প্রঙ্গনে গতকাল বৃহষ্পতিবার আয়োজিত বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার এ কথা বলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল অফিসার) মো: আবু রাসেল, কুষ্টিয়া জেলা আওমিলীগের সভাপতি ও জেলা পরিষদের সন্মানিত চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খাঁন,জেলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক আজগর আলী, পৌরসভার কাউন্সিলরবৃন্দ,সদরের ৬ ইউনিয়ন এর চেয়ারম্যান,ইউপি সদস্য , বিট অফিসার ও সংশ্লিষ্ট সব পুলিশ সদস্য। অনুষ্ঠানে কুষ্টিয়া পুলিশ সুপার মো. খাইরুল আলম বলেন, বিট অফিসারদের সার্বিক পারফরম্যান্স ভালো করতে হবে।
তিনি সবাইকে ভবিষ্যতে আরও পেশাদারত্বের সঙ্গে কাজ করার নির্দেশ দেন। পুলিশ সুপার বলেন, কুষ্টিয়া জেলায় বিট পুলিশিংয়ের মাধ্যমে আমরা জেলা পুলিশ মাদক, সন্ত্রাস-জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভ টিজিং, বাল্যবিবাহ, সাইবার ক্রাইম মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। মানুষের সেবা ও কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বতোভাবে জনগণের পাশে থাকার অঙ্গীকার করতে হবে। তিনি আরও বলেন, বিট পুলিশিংয়ের মাধ্যমে জনগণের দোরগোড়ায় পুলিশের সেবাকে পৌঁছে দিতে হবে। সেই সাথে কুষ্টিয়া মডেল থানায় কুষ্টিয়া পৌরসভায় ২১ টির ওয়ার্ড এবং ৬ টি ইউনিয়নে মোট ১২ টি বিট গঠিত হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে এলাকার প্রতিটি বিটে গণ্যমান্য ব্যক্তিদের (যেমন- শিক্ষক, মসজিদের ইমাম, চিকিৎসক, পুরোহিত, যাজক, রাজনীতিবিদ, এনজিও কর্মী, অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সমাজসেবক, অবসরপ্রাপ্ত সামরিক চাকরিজীবী, বিশিষ্ট ব্যবসায়ী, ছাত্র-ছাত্রী প্রভৃতি) বিটভিত্তিক নামের তালিকা প্রস্তুত করে প্রতিদিন দুজন ব্যক্তির কাছে দায়িত্বপ্রাপ্ত বিট অফিসার মোবাইল ফোনে কথা বলে এলাকায় মাদক, ইভ টিজিং, চুরি, ডাকাতি, জঙ্গিবাদ, বিভিন্ন সামাজিক সমস্যাসহ অপরাধমূলক কর্মকা সম্পর্কে জানবেন এবং সমস্যা সমাধানের জন্য ব্যবস্থা নেবেন। বিট অফিসারদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, কাজের মান বৃদ্ধির লক্ষ্যে মাসওয়ারি শ্রেষ্ঠ বিট অফিসারকে পুরস্কার প্রদান করা হবে, বিট-এর ফেসবুক পেজে নিয়মিত ভালো ও সন্তোষজনক কাজ উপস্থাপন করতে হবে, বিট পুলিশিংয়ের বিটের প্রতিটি মোবাইল ফোন চালু রাখতে হবে, বিট-সংক্রান্ত সব রেজিস্টার সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করে হালনাগাদ রাখতে হবে। তিনি বলেন, বিট পুলিশিং কার্যক্রম হতে হবে জনবান্ধব এবং প্রতিরি বিট পুলিশিং অফিসে দৃশ্যমান সাইনবোর্ড থাকতে হবে ।
You cannot copy content of this page
Leave a Reply