ঢাকা অফিস ॥ নব্বই দশকের বলিউড নায়িকার কথা বললেই মাথায় আসে কারিশমা কাপুরের কথা। অসাধারণ অভিনয়দক্ষতা দিয়ে জয় করেছেন দর্শকহৃদয়। অসাধারণ অভিনয় দিয়ে পার করেছেন ৩০ বছর। আর এই মাইলফলককে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন কারিশমা। ভিডিওতে দেখা যায়, নব্বই দশকে কারিশমার বেশকিছু সিনেমার দৃশ্য একসঙ্গে করা হয়েছে। কারিশমা ক্যাপশনে জানান ভিডিওটি তৈরি করে দিয়েছেন তার এক শুভাকাক্সক্ষী। তিনি লিখেছেন, ‘কীর্তিকা গিলকে ভিডিওটি তৈরি করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। নব্বইয়ের সেই স্মৃতিগুলো আবার মনে পড়ল। দারুণ ছিল সেই সময়গুলো।’ কারিশমার বলিউড সিনেমার অভিষেক হয় হারিসের বিপরীতে প্রেম কয়েদি সিনেমায়। বলিউডে বেশ কিছু ব্লকবাস্টার সিনেমাও উপহার দিয়েছেন তিনি। তার মধ্যে রয়েছে কুলি নাম্বার ওয়ান, রাজা বাবু, হাসিনা মান জায়েগি এবং হিরো নাম্বার ওয়ান, দিল তো পাগল হ্যায়।
You cannot copy content of this page
Leave a Reply