ক্রীড়া প্রতিবেদক ॥ স্থগিত হয়ে যাওয়া আইপিএল মাঠে গড়াবে নতুন কোনও সূচিতে। এমনটাই জানিয়ে রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কিন্তু পরেরবার মাঠে গড়ালেও সেখানে ইংল্যান্ডের ক্রিকেটারদের পাচ্ছে না বিসিসিআই। এমন তথ্য জানিয়েছেন, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের ম্যানেজিং ডিরেক্টর অ্যাশলে জাইলস। গত সপ্তাহে করোনা পরিস্থিতি স্থগিত হয়ে যায় আইপিএল। যার পরবর্তী সম্ভাব্য উইন্ডো হতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগ মুহূর্তে- অক্টোবরে। কিন্তু ওই সময়ে বাকি দেশগুলো প্রস্তুতি হিসবে আন্তর্জাতিক সিরিজ খেলতেই ব্যস্ত থাকবে। ইসিবি তাই আইপিএলের চেয়ে এবার গুরুত্ব দিচ্ছে সেসব সিরিজকেই। তারা ওই সময় বাংলাদেশ ও পাকিস্তান সফর করবে। জাইলস বলেছেন, ‘যদি ওই সফরগুলো নিশ্চিতভাবেই গড়ায় তাহলে ছেলেরা যাতে সেখানে অংশ নেয়, এই প্রত্যাশাই করবো। আমরা ইংল্যান্ডের ম্যাচগুলোতে ইংলিশ খেলোয়াড়দের অংশগ্রহণ নিশ্চিত করতে পরিকল্পনা করছি।’ অবশ্য জাইলস আগে বলেছিলেন, যারা আইপিএলে যাবে, তারা নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যচের টেস্ট সিরিজ মিস করবে। কিন্তু এখন পরিস্থিতি পাল্টানোয় ইসিবির এই কর্মকর্তা বলেছেন, ‘নিউজিল্যান্ডের সিরিজটা পুরোপুরি ভিন্ন একটা পরিস্থিতি। ওই সিরিজটা চূড়ান্ত হয়েছিল জানুয়ারিতে। তখন কিন্তু খেলোয়াড়রা আইপিএলে পুরোপুরি অংশ নেওয়ার জন্য চুক্তি করেছিল।’ এর ফলে আইপিএলে অংশ নেওয়া ইংলিশ ক্রিকেটারদের মধ্যে- জস বাটলার, স্যাম কারান, ক্রিস ওকস, জনি বেয়ারেস্টা ও মঈন আলীরা নির্বাচনের জন্য বিবেচিত হবেন। তারা সবাই এখন ১০ দিনের আইসোলেশনে রয়েছেন। জাইলস আরও বলেছেন, কোয়ারেন্টিনে থাকাদের তড়িঘড়ি করে দলে ভেড়াবে না ম্যানেজমেন্ট।
Leave a Reply