ভেড়ামারা প্রতিনিধি ॥ দীর্ঘদিনের জনদুর্ভোগ থেকে মুক্তি মিলতে যাচ্ছে। ভেড়ামারার জিকে ৩ নং ব্রিজ নির্মাণে অনুমোদন পেয়েছে। এতে প্রায় ১২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুলের প্রচেষ্টা ও স্থানীয় সংসদ সদস্য জাসদ সভাপতি জননেতা হাসানুল হক ইনু এমপি ব্রিজ নির্মাণে সার্বিক সহযোগিতায় দ্রুত বরাদ্দ পাওয়া গেছে বলে জানান মেয়র আনোয়ারুল কবির টুটুল। কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এটি আগামি এক মাসের মধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করবে বলেও জানান মেয়র আনোয়ারুল কবির টুটুল। তিনি বলেন, পৌরসভা ও দুটি উপজেলার একমাত্র যোগাযোগ মাধ্যম দৌলতপুর-ভেড়ামারা সড়ক। এ সড়কে তিন নম্বর ব্রিজটি মেয়াদোত্তীর্ণ হয়ে ঝুঁকি পুর্ণ হয়ে পড়ে। যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। আমি এ বিষয়টি গুরুত্ব দিয়ে নতুন ব্রিজ নির্মাণে সার্বক্ষণিক তদারকি ও প্রচেষ্টা চালিয়েছি। এবিষয়ে মাননীয় সংসদ সদস্য জাসদ সভাপতি জননেতা হাসানুল হক ইনু ভাই বরাদ্দ পেতে ও কাজটি দ্রুত নির্মাণে সার্বিকভাবে সহযোগিতা করছেন। পৌরসভাসহ উপজেলাবাসীর প্রাণের দাবি ছিল তিন নম্বর ব্রিজ নির্মাণের। আগামী এক মাসের মধ্যে টেন্ডার হয়ে যাবে বলে তিনি জানান।
You cannot copy content of this page
Leave a Reply