মেহেরপুর প্রতিনিধি ॥ আগামী জানুয়ারী মাস থেকে আমাদের যে ডলারের সংকট আছে তা ঠিক হয়ে যাবে। রমজান মাসের আগে যা যা আমদানি করার কথা সেগুলি হবে। রমজান মাসে কোন সমস্যা হবে না। আর্ন্তজাতিক বাজার সব কিছুর দাম বেড়ে গেছে। আমরা যখন আমদানি করছি তখন সেটার একটা ইফেক্ট আসছে। গতকাল শনিবার সকালে মেহেরপুরের মুজিবনগরে আইএফইসি ব্যাংকের ১ হাজার তম উপশাখা উদ্বোধনের আগে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পনকালে সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি এ কথাগুলো বলেন। এসময় উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলম, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসসহ আইএফআইসি ব্যাংকের উর্দ্ধতন কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।
You cannot copy content of this page
Leave a Reply