ঢাকা অফিস ॥ সিনোফার্মের টিকা আজ সোমবার থেকে সারা দেশে প্রয়োগ শুরু হবে। এ ছাড়া আগামীকাল মঙ্গলবার থেকে মডার্নার টিকা দেশের ১২টি সিটি করপোরেশনে দেয়া হবে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এ কথা জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এখন ঢাকার সাতটি কেন্দ্রে প্রবাসীদের ফাইজারের টিকা দেয়া হচ্ছে। প্রবাসীরা আগামীকাল থেকে ঢাকা ছাড়াও দেশের বাকি সিটি করপোরেশন থেকে মডার্নার টিকা নিতে পারবেন। ঢাকায় আসতে হবে না। পাশাপাশি সাধারণ নাগরিকও মডার্নার টিকা নিতে পারবেন। স্বাস্থ্য অধিদপ্তরের মাতৃ ও শিশু স্বাস্থ্য কর্মসূচির পরিচালক শামসুল হক বলেন, এস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ যারা নিয়ে দ্বিতীয় ডোজ পাননি, তাদের আরেকটু অপেক্ষা করতে হবে। জুলাই বা আগস্ট মাসে এস্ট্রাজেনেকার টিকা আসতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন। ডা. শামসুল হক বলেন, দেশে গত সাত ফেব্র“য়ারি থেকে করোনা ভাইরাস প্রতিরোধী টিকাদান কর্মসূচি জাতীয়ভাবে শুরু হয়। কিন্তু মাঝে টিকা স্বল্পতার কারণে কিছুটা সংকটে পড়তে হয়েছিল। কিন্তু দেশে আবার টিকা আসা শুরু হয়েছে। ইতোমধ্যে চীন থেকে কেনা চুক্তির আওতায় সিনোফার্ম এবং জাতিসংঘের কোভ্যাক্স সুবিধার আওতায় মডার্না এবং ফাইজারের টিকা দেশে পৌঁছেছে। শনিবার রাতে মডার্নার টিকা আগের ঘোষণা অনুযায়ী দেশের ১২টি সিটি করপোরেশন এলাকায় পাঠানো শুরু হয়েছে এবং বাকীগুলোও পৌঁছে যাবে। আর তার আগে থেকেই দেশের সকল জেলা ও উপজেলায় সিনোফার্মের টিকা পাঠানো হয়েছে। প্রসঙ্গত, গত ২ ও ৩ জুলাই যুক্তরাষ্ট্র ও চীন থেকে চারটি ফ্লাইটে মডার্না ও সিনোফার্মের ৪৫ লাখ ডোজ টিকা দেশে এসেছে।
You cannot copy content of this page
Leave a Reply