বিনোদন প্রতিবেদক ॥ আত্মহত্যা করলেন তেলেগু অভিনেতা সুধীর শর্মা। নিকু নাকু ড্যাশ ড্যাশ, সেকেন্ড হ্যান্ড-এর মতো সিনেমায় কাজ করেছিলেন। গত সোমবার ৩৩ বছরের এই অভিনেতা আত্মহত্যা করেন। তার পরিবার থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, ভালো চরিত্রে কাজ পাওয়ার জন্য অনেকদিন ধরেই স্ট্র্যাগল করছিলেন সুধির। এ নিয়ে তিনি হতাশ ছিলেন। একজন অভিনেতার এভাবে নিজের জীবন শেষ করে দেওয়ায় শোকাহত পুরো ইন্ডাস্ট্রিরসহ অভিনেতা ও বন্ধুরা। সুধীরের মারা যাওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই তাকে স্মরণ করেছেন সহ-অভিনেতা সুধাকর। তিনি সুধীরের ছবি শেয়ার করে লিখেছেন, ‘সুধীর আপনি খুব ভালো ছিলেন। আপনাকে জেনে আপনার সঙ্গে কাজ করতে পেরে খুব ভালো লেগেছে। আপনি আর নেই একথা বিশ্বাসই করতে পারছি না।’
You cannot copy content of this page
Leave a Reply