আল-মাহাদী ॥ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোসেনাবাদ বাসষ্ট্যান্ড বাজারে অবস্থিত দোকানঘর ভাঙচুর করে গত শুক্রবার সকালে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গ পরস্পর যোগসাজশ করে পূর্ব পরিকল্পিতভাবে বিভিন্ন ধরনের দেশীয় তৈরি লাঠি, ফালা সড়কী, রামদা, শাবল ও হাতুড়ী ইত্যাদি নিয়ে বেআইনিভাবে হাসেনাবাদ বাসস্ট্যান্ড বাজারের রাশেদা খাতুনের জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে। এ ব্যাপারে মোছাঃ রাশেদা খাতুন দৌলতপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। থানায় অভিযোগ সূত্রে জানা যায়, ইদু সরদার (৫৫), বুদু সরদার (৫৩), মহিদুল সরদার (৫০), কেরামত সরদার (৬৫) সর্বপিতা-মৃত ইসমাইল সরদার, মুক্তার সরদার (৩৫), আকতারুল সরদার (২৭), রিমন সরদার (২৩) সর্ব-পিতা কেরামত সরদার, রতন সরদার (৩০) পিতা মোঃ বুদু সরদার, শহিদুল সরদার (৬৫) পিতা-মৃত মোসলেম সরদার, শাহেদ সরদার (২৫) পিতা-আসাদুল সরদার কালা সর্ব-সাং হোসেনাবাদ বাজারপাড়া, দৌলতপুর, কুষ্টিয়া’র সাথে হোসেনাবাদ বাজারের জমি জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল মোছাঃ রাশেদা খাতুনের সাথে। গত শুক্রবার সকালে রাশেদা খাতুনের হোসেনাবাদ বাজারে অবস্থিত দোকানঘর ভাঙচুর করে প্রায় এক লক্ষ টাকা ক্ষতি সাধন করে তার পরিবারবর্গকে খুন জখম এর হুমকি দিয়ে চলে যায়। উল্লেখ্য, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হরিশংকর মৌজায় আরএস ১৪৩নং খতিয়ানে আর এস ১৬২৬নং দাগে জমির পরিমান .১৪ একর যাহা ৫০০ অংশে আনসার আলী ও ৫০০ অংশে নিয়ামত আলীর নামে প্রচলিত ও প্রকাশিত ছিল। নিয়ামত আলী ৫০০ অংশে .৭একর সম্পত্তি প্রাপ্ত হয়। তার মৃত্যুর পর তার ওয়ারিশ ইউনুস আলী, ইদ্রিস আলী, ইলিয়াস আলী, ইয়াহিয়া, ইব্রাহিম, সুফিয়া খাতুন, রোজিনা খাতুন, নাহিদা খাতুন ও স্ত্রী সখিনা খাতুন তাহাদের প্রাপ্ত .০৭৬০ শতক সম্পত্তি রাশেদা খাতুন এর নিকট বিক্রি করেন। রাশেদা খাতুন উক্ত সম্পত্তি ক্রয় সূত্রে প্রাপ্ত হইয়া নিজ নামে নামপত্তন করে খাজনাদি পরিশোধ করে দখল ভোগ করে আসছিলেন। কিন্তু গত শুক্রবার সকাল ৯টায় রামদা, লোহার রড ও বাঁশের লাঠি লইয়া জোরপূর্বক দখলের চেষ্টা চালায় স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গ। জমি সংক্রান্ত বিরোধীয় সম্পত্তিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য আদালত ১৪৪ ধারা জারি করে। এ বিষয়ে জানতে চাইলে এস.আই মো. রবিউল ইসলাম বলেন, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করার কোনো সুযোগ নেই। তদন্ত চলছে। নিষেধাজ্ঞা সম্পর্কে বলা হয়েছে। কেউ ভঙ্গ করলে আইনি ব্যবস্থা নেয়া হবে।