দৌলতপুর প্রতিনিধি ॥ গতকাল রবিবার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দফাদারপাড়া পাড়া মোড়ে রানা এন্টারপ্রাইজে এলাকর শিক্ষিত বেকার যুবক, মেধাবী ও অসহায় ছাত্র-ছাত্রীদের মাঝে কম্পিউটার দক্ষতা বাড়াতে ফিলিপনগর ইউনিয়নের ভিডিপি দলনেতা ফজলে রাব্বী রানার পক্ষ হতে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ শুরু হয়েছে। উল্লেখ ভিডিপি দলনেতা ফজলে রাব্বী রানা করোনা ভাইরাস বিস্তাররোধে সম্মুখযোদ্ধা হিসেবে সচেতনতামুলক সভা, হাত মুখ ধোয়ার অভ্যাসসহ তার নিজস্ব অর্থায়নে মসজিদ, মন্দির, স্কুল, পথচারীদের মাঝে বিনামূল্যে মাস্ক ও গাছের চারা বিতরণ করে আসছে। জনবান্ধব সভা মাদক বাল্যবিবাহ প্রতিরোধে সজাগ দষ্টিতে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ উদ্বোধন করেন মোঃ আব্দুর রাজ্জাক অবসরপ্রাপ্ত শিক্ষক মেহেরপুর সরকারি মহিলা কলেজ। এসময় উপস্থিত ছিলেন মোঃ শাহাব উদ্দিন প্রধান শিক্ষক বাহিরমাদি টলটলি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোঃ মেহদি হাসান সহকারী শিক্ষক খাজিরাথার মধ্যচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোছাঃ উম্মে হাচিনা সহকারী শিক্ষক দফাদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোঃ আসাদুজ্জামান ঝন্না সহকারী শিক্ষক (গনিত) ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়, মোঃ আনারুল ইসলাম, মোঃ সাহাব উদ্দিন প্রমুখ।