ঢাকা অফিস ॥ ‘বিএনপি নানাভাবে বিভক্ত। বিএনপির নেতা কে? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের উত্তরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘উনার তো এই মুহূর্তে পদত্যাগ করা উচিত। এতদিনেও যদি জেনে না থাকেন যে, বিএনপির নেতা কে, তাহলে ওঁদের সরকারি দলে থাকার অধিকার আছে বলে আমি মনে করি না। বিএনপির মহাসচিব বলেন, ‘বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মধ্য দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করবে।’ গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে কবিতা পাঠ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কমিটি আয়োজিত পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘এটা দিবালোকের মতো স্পষ্ট যে, বিএনপির নেতা এখনও জীবিত আছেন, আর তিনি হচ্ছেন আমাদের খালেদা জিয়া। তার অসুস্থতার কারণে, তার অনুপস্থিতিতে আমাদের নেতা তারেক রহমান। আন্দোলনের নেতাও তারেক রহমান।’ ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘আপনি এই কথাগুলো বলেন মানুষকে বিভ্রান্ত করার জন্য। আমরা স্পষ্ট করে বলতে চাই, বিএনপি কোনও দ্বিধায় বিভক্ত নয়। এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগের থেকে অনেক বেশি ঐক্যবদ্ধ।’ বিএনপির মহাসচিব বলেন, ‘বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মধ্য দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করবে। তারেক রহমানকে দেশে আনবে।’ তিনি বলেন, ‘শিশুদের জন্য নতুন করে কাজ করে এদেশের সত্যিকারের নাগরিক হিসেবে গড়ে তুলবে।’ পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আজকে যারা ক্ষমতায় তারা এই প্রজন্মকে বিভ্রান্ত করে দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে চায়। আমাদের দায়িত্ব বর্তমান প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা। কেননা, আমরা বিশ্বাস করি, যে জাঁতি তার প্রকৃত ইতিহাস জানে না, সে জাঁতি টেকসই উন্নয়ন করতে পারে না।’ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেনÑ বিএনপি ঢাকা দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, কবি আবদুল হাই শিকদার প্রমুখ।
Leave a Reply