নিজ সংবাদ ॥ কুষ্টিয়া চিনিকলের শ্রমিক কর্মচারীদের পাশে ঈদ উপহার সামগ্রী নিয়ে উপস্থিত হলো চিনিকলের চিনি সন্তানেরা। গতকাল শনিবার বিকেল ৪টায় কুষ্টিয়া চিনিকল জেনারেল ক্লাব প্রাঙ্গনে আনুষ্ঠানিকতার মাধ্যমে মিলের শ্রমিক ও কর্মচারীদের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুগার মিলস চিলড্রেন্স ফোরাম কুষ্টিয়া চিনিকলের সাধারন সম্পাদক ডাঃ আসমা জাহান লিজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক, দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার সম্পাদক ও চ্যানেল আই কুষ্টিয়ার প্রতিনিধি আনিসুজ্জামান ডাবলু, কুষ্টিয়া চিনিকলের সিবিএ সভাপতি ফারুক হোসেন ও কুষ্টিয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আবু জুবায়েদ রিপন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের কুষ্টিয়ার সমন্বয়কারী মোঃ নুরুল কাদের। প্রধান অতিথির বক্তব্যে ডাঃ আসমা জাহান লিজা বলেন, আমি চিনি সন্তান আমার পিতা কুষ্টিয়া চিনিকলসহ দেশের বিভিন্ন চিনিকলে কর্মরত ছিলেন। চিনিকলগুলো আমাদের জীবনের বড় একটি সময় অতিবাহিত করেছি। কুষ্টিয়া চিনিকলের বর্তমান অবস্থায় আমি আপনাদের মত মর্মাহত। চিনিকলে আসলে পুরানো দিনের স্মৃতি ভেসে উঠে। এখানকার জীবন জীবিকা ছিল বৈচিত্রময়। আজ আপনাদের কাছে আসতে পেরে নিজেদের ধন্য মনে করছি। ডাঃ লিজা বলেন, বন্ধ হওয়া কুষ্টিয়া চিনিকলের শ্রমিক কর্মচারী কয়েক মাস বেতন বন্ধ সেই সাথে মিলের চুক্তিভিত্তিক শ্রমিক কর্মচারীদের ছাটাই করাই মিলের আবাসিক এলাকার শ্রমিক কর্মচারীরা পরিবার নিয়ে কষ্টে জীবন যাপন করছেন। এই অবস্থায় আপনাদের সন্তান হিসেবে আমরা সারাদেশের চিনি সন্তানেরা এই ঈদে উপহার সামগ্রী নিয়ে উপস্থিত হয়েছি। আপনাদের প্রতি ভালবাসার নির্দশন স্বরুপ এই উপহারগুলো। আশা করি আপনাদের সন্তান হিসেবে আমাদের এই উপহারগুলো সাদরে গ্রহন করবেন। বিশেষ অতিথি কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক আনিসুজ্জামান ডাবলু বলেন- কুষ্টিয়া চিনিকলে এক সময় জৌলুস পরিবেশ ছিল। জেলার অর্থনৈতিক কর্মকান্ডে এই মিল গুরুত্বপুর্ন ভূমিকা রেখেছে কিন্তু বর্তমান বেহালদশার সৃষ্টি হয়ে মিল বন্ধ রাখা হয়েছে। ফলে এর বিরুপ পরিস্থিতির ফল পড়ছে মিলের ছাটাইকৃত শ্রমিক ও কর্মচারীদের পরিবারের উপর। তিনি বলেন, সুগার মিল চিলড্রেন্ড ফোরাম কুষ্টিয়া চিনিকলে বিভিন্ন পরিস্থিতিতে মিল কেন্দ্রীক বিভিন্ন সামাজিক অনুষ্ঠান করে ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বৈশি^ক করোনাকালীন সময়ে মিলের শ্রমিক কর্মচারীদের পাশে সহযোগিতা নিয়ে চিনি সন্তানদের উপস্থিত ইতিবাচক। মিলের সিবিএ সভাপতি ফারুক হোসেন বলেন, কুষ্টিয়া চিনিকলের বর্তমান পরিস্থিতিতে আপনাদের উদ্যোগকে জানাই স্বাগত। চিনি সন্তানেরা আমাদের একটি অংশ তাদের ইতিবাচক পদক্ষেপগুলো আমাদের আনন্দ দেয় এবং ভাল লাগে। আগামীতে এই ধরনের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। পরে মিলের শ্রমিক ও কর্মচারীদের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
You cannot copy content of this page
Leave a Reply