ঢাকা অফিস ॥ আফগানিস্তানের ৮৫ শতাংশ অঞ্চলই দখলে নেয়ার দাবি করেছে জঙ্গিগোষ্ঠী তালেবান। শুক্রবার তালেবান কর্মকর্তারা একথা জানান। কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এমনটি বলা হয়। তবে তাদের এই দাবিকে অপপ্রচার বলে আখ্যা দিয়েছে আফগান সরকার। বৃহস্পতিবার আফগান-ইরান সীমান্তের একটি গুরুত্বপূর্ণ ক্রসিং তালেবানরা দখল করে বলে জানিয়েছেন আফগান নিরাপত্তা কর্মকর্তারা। দেশটির গুরুত্বপূর্ণ হেরাত প্রদেশও দখল করে নেয় তালেবান যোদ্ধারা। এ ছাড়া তুর্কমেনিস্তান সীমান্তের কাছে টরঘুন্ডি নামে একটি শহরও দখলে নিয়েছে তালেবান। তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, ইরানের সঙ্গে সীমান্ত পারাপার এলাকা ইসলাম কালা ক্রসিং পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে। হামলার মুখে আফগান বাহিনীর সদস্যরাসহ কাস্টমস কর্মকর্তারা ইরানে পালিয়ে গেছেন। তবে আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের দাবি, ইসলাম কালা সীমান্ত ক্রসিং আফগান সরকারের নিয়ন্ত্রণেই আছে।
You cannot copy content of this page
Leave a Reply