ঢাকা অফিস ॥ আফগানিস্তানে মাইন নিষ্ক্রিয়কারী একটি সংস্থার ১০ জন কর্মীকে গুলি করে হত্যা করেছে তালেবান। মঙ্গলবার রাতে দেশটির উত্তরাঞ্চলের বাগলান প্রদেশে এ ঘটনা ঘটে। বাগলান পুলিশের মুখপাত্র জাওয়েদ বাশারাত জানান, তালেবানের সদস্যরা মাইন নিষ্ক্রিয়কারী সংস্থা ‘হালো ট্রাস্ট’ এর কর্মীদের একটি কক্ষে নিয়ে যায় এবং তাদের ওপর গুলি চালায়। এই হামলায় ১৪ জন আহত হয়েছে। তবে এ সহিংসতায় তালেবান ও হালো ট্রাস্ট উভয়পক্ষই কোনো মন্তব্য করেনি। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করার ঘোষণা দেওয়ার পর থেকে দেশটিতে সহিংসতা অনেক বেড়ে গেছে। আগামী সেপ্টেম্বরে সকল মার্কিন সেনা প্রত্যাহার হয়ে গেলে সহিংসতা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ দেশটির অধিকাংশ প্রদেশেই তালেবানের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ চলছে।
You cannot copy content of this page
Leave a Reply