1. andolonerbazar@gmail.com : AndolonerBazar :

আবারও একসঙ্গে গোবিন্দ-রাভিনা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৫ জুলাই, ২০২১

 

বিনোদন প্রতিবেদক ॥ ‘আঁখিও সে গোলি মারে’Ñগানটির প্রসঙ্গ উঠতেই চোখের সামনে ভেসে আসে গোবিন্দ-রাভিনা ট্যান্ডনের দুর্দান্ত নাচ। ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘দুলহে রাজা’ সিনেমার গান এটি। এতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন এই তারকা শিল্পীরা। এ ছাড়া ‘পরদেশী’, ‘স্যান্ডউইচ’-এর মতো জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তারা। গোবিন্দ-রাভিনা জুটিকে নিয়ে এখনো দর্শকদের কৌতূহলের শেষ নেই। আবারো জুটি বেঁধে পর্দায় ফিরছেন তারা। রোববার (৪ জুলাই) রাভিনা তার অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গোবিন্দর সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে এ ঘোষণা দেন। ক্যাপশনে লিখেনÑ‘দ্য গ্র্যান্ড রিইউনিয়ন! আবার একসঙ্গে পর্দায় আসছি! কী? কোথায়? কখন? কামিং সুনৃ।’ রাভিনা-গোবিন্দা একসঙ্গে কিছু একটা করছেন, এই পোস্টে সেই বার্তা দিয়েছেন। তবে কী করছেন বা কোথায় তাদের একসঙ্গে দেখা যাবে সে বিষয়ে স্পষ্ট করে জানাননি এই অভিনেত্রী। এই ঘোষণার পর তার ভক্তরাও দারুণ উচ্ছ্বসিত। মন্তব্য করে তারা তাদের অপেক্ষার কথা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর
© All rights reserved ©2021  Daily Andoloner Bazar
Site Customized By NewsTech.Com