আমলা অফিস ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম আজমের পিতা বিশিষ্ট সমাজ সেবক আবুল হোসেন মন্ডল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর। মৃত্যুকালে তিনি পুত্র, কন্যা, নাতি, নাতনীসহ অসংখ্য আতœীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল শুক্রবার ভোরে উপজেলার আমলা ইউনিয়নের বিলআমলাস্থ তার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। শুক্রবার বিকেল ৪টায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযা নামাজে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল হক রবি, সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম, সাবেক চেয়ারম্যান নিয়াত আলী লালু, আমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একলেমুর রেজা সাবান জোয়ার্দ্দার, সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মালিথা, ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজ্বী আব্দুস সালাম, সদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাজেদুর আলম বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা আফসার আলী, রাহাত আলী, উপজেলা আওয়ামী লীগের সদস্য সামসুল আরেফিন অমূল্য, আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আসাদুজ্জামান সুমন, জাতীয় সাঁতার কোচ আমিরুল ইসলাম, সাবেক ব্যাংকার নজরুল ইসলাম প্রমুখ। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সম্পাদকগন, বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ, পারিবারিক লোকজন ও অসংখ্য আত্মীয়-স্বজন ও সাধারন মানুষ উপস্থিত ছিলেন। আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলামের পিতা বিশিষ্ট সমাজ সেবক আবুল হোসেন মন্ডলের মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন, উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। পৃথক শোকবার্তায় শোক প্রকাশ করেন মিরপুর প্রেসক্লাবের সভাপতি কাঞ্চন কুমার, সাধারন সম্পাদক আব্দুল মজিদ জোয়ার্দ্দার ও আমলা প্রেসক্লাবের নেতৃবৃন্দরা।
Leave a Reply