আমলা অফিস \ কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা সরকারি কলেজের রোভার স্কাউটের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে কলেজ ক্যাম্পাসে উপজেলার আমলাসদরপুর অঞ্চলের দুঃস্থ, প্রতিবন্ধী, অসহায় ও অতি দরিদ্রদের মাঝে এ ত্রাণ বিতরনের শুভ উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মোঃ নাজিম সুলতান। এ সময় উপস্থিত ছিলেন আমলা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আজিজুল ইসলাম, অর্থনীতি বিভাগের প্রভাষক আব্দুস সালাম, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক আব্দুল আজিজ, রোভার স্কাউটের সহকারী স্কাউট লিডার ও শরীরচর্চা শিক্ষক শামীম সোহাগ, মিরপুর প্রেসক্লাবের সভাপতি কাঞ্চন কুমার হালদার, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের কুষ্টিয়া জেলা প্রতিনিধি জাহিদ হাসান জিহাদ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোভার স্কাউটের দলনেতা ইন্দ্রজীত চন্দ্র বেদ, সহকারী দলনেতা রাকিব হাসান শিশির এবং রোভার সদস্য ঝিলিক লুবনা, উম্মে সুরাইয়া, রাকিবুল ইসলাম, ইব্রাহিম খলিল, ফয়সাল, কণক, লিখন, সাজিদুর, বুলবুল, অপি, রোহান, কামনা, রোকসানা, ফাহমিদা আক্তার রুম্পা, শিমলা খাতুন, নীলা, আতিকা সানজিদা মিথি, কলেজের প্রধান হিসাবরক্ষক আব্দুর রহমান, অফিস সহকারী শিপন, এসলাহান, শফিকুল ইসলাম প্রমুখ। এ ত্রাণ কর্মসূচীর মাধ্যমে অত্র এলাকার প্রায় ১০০ জন দুঃস্থ, প্রতিবন্ধী, অসহায় ও অতি দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
You cannot copy content of this page
Leave a Reply