আমরা অফিস ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা সরকারী ডিগ্রি কলেজে বিভিন্ন সময়ে কর্মরত অধ্যক্ষ, শিক্ষক ও কর্মচারীদের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় বীরমুক্তিযোদ্ধা শহীদ মারফত আলী স্মৃতি সংসদের উদ্যোগে আমলা সরকারী ডিগ্রি কলেজের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আমলা সরকারী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. নাজিম সুলতানের সভাপতিত্বে বক্তব্য রাখেন শহীদ মারফত আলীর সহধর্মীনি বীর মুক্তিযোদ্ধা আঞ্জুমান মারফত, মিরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, মিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন খাঁন, নজরুল করীম, ডেপুটি কমান্ডার এনামুল হক বিশ্বাস, আমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মালিথা, বীর মুক্তিযোদ্ধা আশকর আলী, রাহাত আলী, আব্দুর রশিদ ফুরকান, আফছার আলী, লুৎফর রহমান, সদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাজেদুর আলম বাচ্চু, আমলা বাজার কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক খাঁন, আমলা সরকারী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হাবিবুল্লাহ সাঈদ, আমলা, সদরপুর ও মালিহাদ ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সাইফুজ্জামান হীরা। অবসরজনিত সংবর্ধীতরা হলেন- অধ্যক্ষ শফিকুর রহমান, অজয় কুমার বিশ্বাস, শফিকুর রহমান খাঁন, সহকারী অধ্যাপক মজিবুর রহমান, আব্দুস সালাম, বিভাগীয় প্রধান নূর মহাম্মদ, অধ্যাপক আজিজুল হক, সহকারী অধ্যাপক মোজাম্মেল হক, সাবিহা সুলতানা, কাজী খলিলুর রহমান, প্রভাষক আকিম উদ্দিন, মাসুদুল হাসান, আজিজুল হক, প্রধান সহকারী আশকর আলী, আজিজুল হক, ভারপ্রাপ্ত হিসাব রক্ষক আব্দুর রহমান, এমএলএসএস আকতার হোসেন, পরিচ্ছন্নতা কর্মী কানাই লাল। এসময় অবসরপ্রাপ্তদের হাতে ক্রেস্ট তুলে দেন আমলা সরকারী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. নাজিম সুলতান।
You cannot copy content of this page
Leave a Reply