আমলা অফিস ॥ কুষ্টিয়ার মিরপুরের আমলা সরকারী ডিগ্রি কলেজের বিসিএস (শিক্ষা) ক্যাডারদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহের গফরগাও সরকারী কলেজের বিসিএস সাধারন শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের উপরে উপরে সন্ত্রাসী হামলা, লাঞ্ছনা ও কটুক্তির প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার সকালে সারা বাংলাদেশে আয়োজিত প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে আমলা সরকারি কলেজ ইউনিট এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। সেই সাথে এক ঘন্টা কর্মবিরতি পালন করা হয়। উক্ত মানববন্ধন কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির আমলা সরকারি কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক হামিদুল্লাহ সুমন সাঈদ সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ বাদশা জাহাঙ্গীর। এসময় কলেজের সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তাগণ উক্ত ঘটনায় দায়ী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার নিশ্চিত করা এবং উপযুক্ত শাস্তি নিশ্চিতের দাবী জানান।
Leave a Reply