ক্রীড়া প্রতিবেদক ॥ সুইজারল্যান্ডের লুজানে বিশ্ব জয়ের হাতছানি ছিল বাংলাদেশের সামনে। কিন্তু পারলো না তারা। র্যাংকিংয়ের ১৭ নম্বরে থাকা দলটি আর্চারির রিকার্ভ মিশ্র দলগত ফাইনালে হেরে রানার্সআপ হয়েছে। রোমান সানা-দিয়া সিদ্দিকীর জুটি হেরে গেছে নেদারল্যান্ডসের ফন ডেন বার্গ ও ক্লোসার গ্যাব্রিয়েলা জুটির কাছে। ৫-১ সেট পয়েন্টে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে র্যাংকিংয়ের দুইয়ে থাকা নেদারল্যান্ডস। এ দুই আর্চার সুইজারল্যান্ডে আর্চারি বিশ্বকাপের ফাইনালের মঞ্চে লাল-সবুজের পতাকা উড়ানোর অপেক্ষায় ছিলেন। দেশের ৫০ বছরের ক্রীড়া ইতিহাসে এই প্রথম বৈশ্বিক কোনো প্রতিযোগিতার ফাইনাল খেলেছে বাংলাদেশ। কিন্তু প্রথম সেটে ৩০-৩৬ ব্যবধানে হেরে যায় তারা। পরের সেটে ৩৫-৩৫ ব্যবধানে টাই হয়। কিন্তু তৃতীয় সেট ৩৪-৩৭ ব্যবধানে বাংলাদেশ হেরে গেলে চ্যাম্পিয়ন হয় ডাচরা। রিকার্ভ মিশ্র দলগত ফাইনালে উঠতে বাংলাদেশকে কঠিন পথ পেরিয়ে আসতে হয়েছে। সেমিফাইনালে কানাডাকে ৫-৩ সেট পয়েন্টে হারায় বাংলাদেশ। প্রথম দুই সেটে তারা জেতে যথাক্রমে ৩৭-৩২ ও ৪০-৩৭ ব্যবধানে। তৃতীয় সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৩৭-৩৬ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। চতুর্থ সেট ৩৫-৩৫ ব্যবধানে টাই হওয়ায় বাংলাদেশ উঠে যায় ফাইনালে। এর আগে কোয়ার্টার ফাইনালে স্পেনের বিপক্ষে ৫-৪ সেট পয়েন্টে জেতেন রোমানা-দিয়া জুটি। প্রথম রাউন্ডে তারা ইরানকে ৫-৩ সেট পয়েন্টে এবং দ্বিতীয় রাউন্ডে জার্মানিকে ৫-১ সেট পয়েন্টে হারায়। ২০১৯ সালে আর্চারির বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে বাংলাদেশকে প্রথম পদক এনে দিয়েছিলেন রোমান। সেবার রিকার্ভ পুরুষ এককে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের এই আর্চার। এবার সুইজারল্যান্ডে রিকার্ভ এককে ভালো করতে পারেননি। প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল। দিয়া সিদ্দিকীও প্রথম রাউন্ড থেকেই ছিটকে গিয়েছিলেন।
You cannot copy content of this page
Leave a Reply