আলমডাঙ্গা অফিস ॥ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসমানখালী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি দোকানে জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার দুপুর ১টার দিকে মহামারী করোনাভাইরাস থেকে সকলকে সচেতন থাকতে সরকারি নির্দেশ মেনে চলতে একসপ্তাহের কঠোর লকডাউনে নিয়ম শৃঙ্খলা ভঙ্গের দায়ে আসমানখালী বাজারি মুকুল স্টোরের স্বত্বাধিকারী মুকুল হোসেনকে ৫শত টাকা ও রিমি ভ্যারাইটি স্টোরের স্বত্বাধিকারী আসাদুজ্জামান নান্টুকে ১৫শত টাকা জরিমানা এবং দুটি মুদি দোকানে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন কবীর। এ সময়ে উপস্থিত ছিল বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল।