আসমানখালী প্রতিনিধি ॥ আলমডাঙ্গার গাংনী ইউনিয়ন যুবলীগের উদ্যোগে যুবলীগকে সু-সংগঠিত করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল শনিবার বেলা ৪ টার দিকে আসমানখালী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে। সভায় সভাপতিত্ব করেন গাংনী ইউনিয়ন যুবলীগের অন্যতম নেতা বিশিষ্ট সমাজ সেবক ও হাট ব্যবসায়ী বজলুর রহমান। এসময়ে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক হৃদয় হাসান ফারুখ, মনিরুজ্জামন মনি, যুগ্ন সাধারণ সম্পাদক নাজিরুল ইসলাম,আব্বাস উদ্দীন রনি, আব্দুল মান্নান, আকবার আলী, দিলা রহমান, মকরেছুর রহমান, আসান আলী, শকত, ইনামুল, আব্দুল্লাহ, বেল্টু রহমান, রিপন মিয়া, লিপন মোল্লা, জাহিদুল ইসরাম, হাবিবুর রহমান, বকুল হোসেন, আকতার মিয়া, পলাশ বিশ্বাস, মাঝহারুল ইসলাম, সেতু হোসেন, বিপ্লব বেহারি, জাকিরুল,লিমন, আকাশ, আবু তাহের প্রমুখ
You cannot copy content of this page
Leave a Reply