আলমডাঙ্গা অফিস ॥ আলমডাঙ্গার জাদবপুরে পূর্ব শত্রুতার জেরে ২ জনকে হেসো দিয়ে কুপিয়ে আহত হবার খবর পাওয়া গেছে। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের জাদবপুর গ্রামের মৃত সানোয়ার হোসেনের ছেলে হাসিবুল(৪৫) ও তার কাজের লোক হারান মন্ডলের ছেলে হক সাহেব(৪০) দক্ষিণ মাঠে ভুট্টার জমিতে ২ জন কাজ করছিলেন।এমতবস্থায় একই গ্রামের শাহিন ওরফে লালুর ছেলে নয়ন(২২),মৃত বাকি বিল্লাহর ছেলে মিজান(২৫),মৃত মোতালেবের ছেলে শাহিন(৫০) ও মহা(৬২) দ্বয় মিলে পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিত ভাবে ধারালো হেসো,কোদাল ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা করে সটকে পড়ে। দুজনের চিৎকারে লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে হারদি হাসপাতালে ভর্তি করে।একই গ্রামের জাফর আলী জানান ১৯৯৬ সালের ১৭ অক্টোবর মহার মেয়ের সাথে সম্পর্ক করে বিয়ে হয়।মহার বাবা উভয় পরিবারের সাথে কথা বলে আবার নতুন করে সামাজিক ভাবে বিয়ে দিবে বলে তাদের দুজন কে কূটকৌশলে বাড়ি ডেকে এনে পুলিশের হাতে তুলে দেন।করেন মামলা।দীর্ঘদিন জেল আর মামলায় লক্ষ লক্ষ টাকা ব্যায় করে হাসিবুল ও তার পরিবার। মেয়েকে জোর করে ছাড়ি নিয়ে দর্শনায় বিয়ে দেয়। এসবের জেরসহ অন্যান্য সময়ে ও বিভিন্নভাবে ৭ বার হাসিবুলকে মেরে মারাত্মক জখম করে। গ্রাম্য শালিসে তাদের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে পার পেয়ে যায়। পূণরায় একই ঘটনা ঘটায়।এরই পরি প্রেক্ষিতে গতকাল সকাল ৭ টায় হাসিবুল ও হক সাহেব ভুট্টার জমিতে কাজ করছিল।এমতবস্থায় ৯ টার দিকে নয়ন গং পূর্ব পরিকল্পিত ভাবে হামলা চালায়। বিষয় টি এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
You cannot copy content of this page
Leave a Reply