আসামনখালী প্রতিনিধি ॥ আলমডাঙ্গার নিমতলায় কৃষকের পান বরজে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে গতকাল শনিবার বেলা ১১ টার দিকে। আলমডাঙ্গা উপজেলার নিমতলা ও অনুপনগর মাঝের মাঠে ফুলবগাদি গ্রামের মৃত খোকা মন্ডলের ছেলে নুর হোসেন মন্ডলের পান বরজে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এবিষয়ে নুর হোসেন মন্ডলের ছেলে ইকরামুল হক বাদি হয়ে বড়গাংনী বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে অনুপনগর গ্রামের তিন জনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এসময়ে তিনি বলেন আমাদের ১২ কাঠা জমির পান খেত পুড়িছে আতে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, বর্তমানে পোন পানের বাজার মূল্য ১৫০ শত টাকা। আমরা এর বিচার চাই। এবিষয়ে ফুলবগাদি গ্রামের মৃত মকছেদ আলীর ছেলে কৃষক মুজাম আলী বলেন ওই পান বরজের পাশে আমি আমার ভূট্টো খেতে সেচ দিছিলাম এমন সময়ে আমি দেখতে পাই পান বরজে আগুন জলছে আমি সেখানে গেলে মাঠের আরো অন্যন্য মানুষ ও পথচারিরা ছুটে আসে এবং চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস সিভিল ডিভেন্সে একটি ইউনিট কাজ করে আগুণ নিয়ন্ত্রণ করেছে। আমি আমার ভূট্টো খেতে সেচ দেওয়ার আগে অনুনগর গ্রামের তিনজন ছেলে দেখে ছিলাম আগুণ লাগার পরে ঘটনা স্থলে দুই ছেলেকে আমি ধরি তাদের জিজ্ঞাসা করলে তারা বলেন অপর জন পালিয়ে গিয়েছে আমরা কিছু জানিনা সব সে জানে। স্থনিয়রা আনুমানিক ধারনা করছে ওরা তিন জন পান বরজের পাশে সিগারেট খাওয়ার সময়ে ওই আগুণের সূত্রপাত হতে পারে।
You cannot copy content of this page
Leave a Reply