আলমডাঙ্গা অফিস ॥ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা খাদ্য বিভাগের উদ্যোগে আভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২৩ উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে খাদ্য গুদামে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর। উদ্বোধন শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল হামিদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, মিল মালিক সমিতির সভাপতি আশরাফুল হক, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন। উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা লিটন কুমার বিশ্বাসের পরিচালনায় বক্তব্য রাখেন মিল মালিক সমিতির মনিরুজ্জামান পিন্টু, অশোক কুমার সাহা, বিপুল সাহা, জয়নাল ক্যাপ প্রমুখ। আলমডাঙ্গা উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে এবারে খাদ্য গুদামে চাউল সংগ্রহ করা হবে ৪৪ টাকা কেজি দরে ১৪৮৭ মেট্রিক টন। গম ক্রয় করা হবে ৩৫ টাকা কেজি দরে ১৩৫ মেট্রিক টন, ধান ক্রয় করা হবে ৩০ টাকা কেজি ধরে ৯৫৫ মেট্রিক টন।
You cannot copy content of this page
Leave a Reply