আলমডাঙ্গা অফিস ॥ আলমডাঙ্গায় ইংরেজি নববর্ষ উপলক্ষে আলাউদ্দিন আহমেদ পাঠাগারের আয়োজনে প্রীতি ক্রিকেট খেলায় কামালপুর সমাজকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গতকাল কুয়াশাচ্ছন্ন বিকেলে কামালপুর মাঠে ১০ ওভারের এক দিনের প্রীতি ক্রিকেট খেলায় কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আলাউদ্দিন আহমেদ পাঠাগার একাদশকে ১৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতি বছরের ন্যায় এবার আয়োজন করা হয়েছে। খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আলমডাঙ্গা আলাউদ্দিন আহমেদ পাঠাগারের পরিচালক কবি গোলাম রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি, বৈদ্যনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কবি এম. জামিরুল ইসলাম খান জামিল। তিনি বলেন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নাই। আজ তোমরা কামালপুর মাঠে খেলছো,সামনের দিনে চুয়াডাঙ্গা, তারপর বিভাগ, তারপর জাতীয় পর্যায়ে পৌঁছে যাবে ইনশাআল্লাহ।বিশেষ অতিথি ছিলেন বুলবুল আহমেদ, আমান আলী,কাশেম আলী,সারজুল ইসলাম, ফজলুর রহমান, ইবাদুল হক।আরো উপস্থিত ছিলেন খালিদ মিয়া,তামীম শামীম, রাহিব,লিখন,আসিফ, রিয়াদ, আলভি, শাকিব,আসাদ,ইমরান, আলামিন,সাব্বির, তামিম প্রমুখ।