আলমডাঙ্গা অফিস ॥ আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূরে সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার হাদী জিয়াউদ্দিন আহমেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি, থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দল বারী, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, সমাজসেবা অফিসার নাজমুল হোসাঈন, পৌরসভার প্যানেল মেয়র খন্দকার মুজিবুল হক, মৎস্য অফিসার ফাতেমা কামরুন নাহার আখি, ঘাসকরোরা ইউপি চেয়ারম্যান তাফসির আহমেদ লাল, কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজা।
Leave a Reply