আলমডাঙ্গা অফিস ॥ মুজিববর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান বিষয়ে প্রেস ব্রিফিং করেছে উপজেলা প্রশাসন। গতকাল রবিবার বিকেল ৩টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নূর জানান, বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল জেলায় ভূমিহীন ও গৃহহীনদের জমি ও গৃহ প্রদান কার্যক্রম গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে আলমডাঙ্গা উপজেলায় ঘর পাচ্ছেন আরও ৮০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় তৃতীয় পর্যায়ে সরকারি খাস জমিতে তাদের জন্য আধাপাকা ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে। ৮০টি ঘরের মধ্যে ১৭টি ঘর নির্মাণ সম্পন্ন হয়েছে। এতে প্রতিটি ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য দুই রুম বিশিষ্ট রান্নাঘর ও বাথরুমের জন্য বরাদ্দ রয়েছে ২ লাখ ৪০ হাজার টাকা। এরআগে প্রথম পর্যায় ও দ্বিতীয় পর্যায়ে ঘর উপকারভোগীদের মধ্যে হস্তান্তর করা হয়। আগামি ২৬ এপ্রিল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একযোগে গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে ঘর ও জমির দলিল হস্তান্তরের উদ্বোধন করবেন। প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক ইমন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভূমি রেজওয়ানা নাহিদ, উপজেলা প্রকৌশলী এলজিইডি আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ জকু, আলমডাঙ্গা প্রেসক্লাবে সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, সিনিয়র সহসভাপতি রহমান মুকুল, সহ-সভাপতি জামসিদুল হক মুনি, ইউনুস আলী, যুগ্ম সম্পাদক প্রশান্ত বিশ্বাস, সাংবাদিক ফিরোজ ইফতেখার, শরিফুল ইসলাম রোকন, নাহিদ, ফয়সাল, ডাক্তার আতিক প্রমূখ।
Leave a Reply