আলমডাঙ্গাস অফিস ॥ আলমডাঙ্গা ইউ,এস, এ সমিতি ও মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে একজন কিডনি আক্রান্ত রোগিকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল বিকাল ৪টার দিকে আলমডাঙ্গা মুক্তমনা কল?্যান অফিস কক্ষে পারকুলা গ্রামের শেখ আব্দুল কাদেরের পুত্র তৌফিকুল আজিজ রনি ৩৫ কে দুইটি কিডনি অকেজো হওয়ার কারনে চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।স্থানীয় পর্যায়ে টাকা প্রদানের সময় উপস্থিত ছিলেন মুক্ত মনা কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডাক্তার মহসীনুজ্জামান চাঁদ,প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, ইটালিয়ান প্রবাসী আঃ রহিম রন্জু,ও সাংবাদিক এন এইচ শাওনসহ স্থানীয় ব্যক্তিবর্গ। জানাগেছে, তৌফিকুল আজিজ রনি তিন মাস কিডনি রোগে আক্রান্ত হওয়ার ফলে দুইটা কিডনি বিকল হয়ে গেছে ?। বর্তমানে তার ডাইলোসিস চলছে। তার চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা করছেন ইউ,এস,এ আলমডাঙ্গা সমিতির পক্ষ থেকে প্রবাসী মোঃ আব্দুল আজিজ বাবলু, মোহাম্মদ জগলুল ইসলাম ট্রফি, জাহিদ, সুমন, ফিরোজ, মুক্তমনা কল?্যান ফাউন্ডেশনের সভাপতি আমেরিকা প্রবাসী আজিম উদ্দিন ও ড, মাসুদ পারভেজ।
Leave a Reply