আলমডাঙ্গা প্রতিনিধি ॥ আলমডাঙ্গার গাংনী ইউনিয়নে মহামারি করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ ৪৫০টি পরিবারকে প্রধানমত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ৫ শত টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ আর্থিক সহযোগিতা প্রদান করেন গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবু তাহের আবু। এ সয় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা মাধ্যমিক সহকারি শিক্ষা অফিসার ইমরুল হক, গাংনী ইউপি সচিব হেলালুর জামান, মারুফ হোসেন, শরিফ হোসেন, কামরুজ্জামান রিপন, আতিয়ার রহমানসহ গাংনী ইউপি সকল সদস্যবৃন্দ। অপরদিকে উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের ৭১০টি পরিবারকে ৫ শত টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়েছে। গতকাল বেলা ১১ টার দিকে ইউনিয়ন পরিষদের হলরুমে প্রধান অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ভাংবাড়িয়া ইউপি চেয়ারম্যান কাওসার আহমেদ বাবলু এ অর্থ প্রদান করেন। বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ট্যাগ অফিসার সৈয়দ মাহফুজ্জামান, ইউপি সচিব তোফাজ্জেল হোসেন সেন্টু, দিপু মাহামুদ, মিজানুর রহমান বাদল, কামাল হোসেন, শাহাবুল ইসলাম, বকতিয়ার খলজি, রবিউল ইসলাম, কিয়াম উদ্দীন, আজিজুল হক, ইনামুল হক, আব্দুর রাজ্জাক মন্ডল, সজল আহমেদ, আনারুল বিশ্বাস, আলেফ উদ্দীন, জহুরুল ইসলাম, সুলতান হোসেন, লিটন আলী, মতিয়ার রহমান, সামসুল হোসেন, গিয়াস উদ্দীন মালিথ, শেখ জাফর আলীসহ ইউপি সকল সদস্যবৃন্দ।
You cannot copy content of this page
Leave a Reply