আলমডাঙ্গা অফিস ॥ আলমডাঙ্গা উপজেলা প্রশাসন আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে আলমডাঙ্গা ফুটবল মাঠে এই টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন। জাতীয় গোল্ডকাপ অনুর্ধ -১৭ বালক গ্র“পে গাংনী বনাম ডাউকি’র মধ্যকার খেলায় গাংনী ইউনিয়ন জয়লাভ করে। আইলহাস বনাম চিৎলা খেলায় চিৎলা জয়লাভ করে, বাড়াদী বনাম খাসকররা খেলায় খাসকররা জয়লাভ করে। জেহালা বনাম জামজামি খেলায় জেহাল জয়লাভ করে। গতকাল ৪ টিমের খেলা ছিল। এর আগে উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসান কাদির গনু, ভাইস চেয়ারম্যান এ্যাডঃ সালমুন আহম্মদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, সহকারি কমিশনার ভূমি হুমায়ন কবির, গাংনী ইউপি চেয়ারম্যান আবু তাহের আবু, ডাউকি ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, জামজামি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, জেহালা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রোকন, চিৎলা ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম বিপ্লব, খাসকররা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রুন্নু, বাড়াদী ইউপি চেয়ারম্যান মাসুদ পারভেজ প্রমুখ। রেফারীর দায়িত্ব পালন করেন মুনছুর আলী, সোহাগ আলী, হাসান আলী, মহসীন কামাল। আজও চার দলের খেলা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য প্রতি খেলায় ম্যান অবদ্যা ম্যাচের পুরস্কার দেন মন্ডল স্পটস। এবং সেরা দর্শকের পরস্কার দেন বনিক সমিতির সম্পাদক কামাল হোসেন।
Leave a Reply