আলমডাঙ্গা অফিস ॥ আলমডাঙ্গা উপজেলা প্রানী সম্পদ অফিস ও ভিটিআই ভেটেরিনারী হাসপাতালের উদ্যোগে উপজেলা প্রানী সম্পদ অফিস চত্তরে প্রানী সম্পদ মেলা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত। সকাল ১০ টারদিকে প্রানী সম্পদ অফিসের পিছনে গরু, ছাগল, ভেড়া, মুরগী, পাখিসহ বিভিন্ন প্রকার প্রানীর মেলার শুভ উদ্বোধন করেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন। এ সময় সকল অতিথিদের নিয়ে মেলার স্টল পরিদর্শন করেন। পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। তিনি খামারিদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকার পশুহাসপাতালের নাম পরিবর্তন করে প্রানী সম্পদ বিভাগ রেখেছেন। এই বিভাগের মাধ্যমে সরকার প্রানী বা পশুদের সম্পদ হিসেবে আখ্যা দিয়ে প্রানী সম্পদ অধিদপ্তরের মাধ্যমে প্রতিবছর দেশের আমিষের চাহিদা পুরন করছেন। গত কোরবানীর ঈদে আলমডাঙ্গা প্রানী সম্পদ বিভাগের অধিনে যে সমস্ত খামারি ছিল, তাতে প্রায় ৪৫ হাজার গরু মোটাতাজা করন করবে বিক্রয় করেছে। এ ছাড়াও প্রায় ৫০/৬০ হাজার ছাগল পালন করে খামারি বা বাড়ীর মেয়েরা ছাগল, হাসমুরগী পালন করেছে। মুরগীর বড় খামারগুলোতে ডিম, মুরগীর উৎপাদন লক্ষ মাত্রা চেয়েও বেশি হয়েছে। তবে করোনার কারনে তারা সঠিক মুল্য পাননি। যে কারনে সরকার প্রকৃত ক্ষতিগ্রস্থ খামারিদের তালিকা তৈরি করে প্রায় ৩ কোটি টাকা ভুর্তুকি দেওয়া হয়েছে। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহিল কাফি। তিনি বলেন আমরা খামারিদের জন্য সার্বক্ষনিক সময় দিই। তাদের যে কোন সমস্যায় পাশে থেকে সমাধানের চেষ্টা করি। আমরা আলমডাঙ্গা পৌর সভায় একটি উন্নতমানের জবাইখানা নির্মান করতে চাই, যার ব্যায় হবে ১ কোটি টাকা। এরই মধ্যে আমরা প্রানী সম্পদ অফিসের মাধ্যমে ৫০ জন কসাইকে প্রশিক্ষন দিয়েছি। বিশেষ অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসান কাদির গনু, ভাইস চেয়ারম্যান এ্যাডঃ সালমুন আহম্মদ ডন, সহকারি কমিনার ভুমি হুমায়ন কবির, ওসি তদন্ত এস এম সেলিম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সম্পাদক হামিদুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সম্পাদক মতিয়ার রহমান, সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরোয়ার, জেলা পরিষদ সদস্য মিজানুর রহমান, কৃষি সম্প্রসারন কর্মকর্তা সোহেল রানা, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, ফিড ব্যাবসায়ি ও বনিক সমিতির সম্পাদক কামাল হোসেন, কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজা, মাসুদ রানা তুহিন প্রমুখ। পরে শ্রেষ্ঠ খামারিদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
You cannot copy content of this page
Leave a Reply