আলমডাঙ্গা অফিস ॥ আলমডাঙ্গায় এক মাদকসেবীকে এক বছরের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের জেহালা বাজারে এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। জানা গেছে, জেহালা বাজার পাড়ার ফজলুর রহমান বাবুর ছেলে রিয়াদ হোসেন (১৯)কে গোপন সংবাদের ভিত্তিতে জেহালা বাজার পাড়ার পরিত্যাক্ত একটি ভবনে অভিযান চালিয়ে গাজা সেবনের সময় গাজা ও সেবনের যন্ত্রপাতি সহ হাতেনাতে আটক করে মুন্সিগন্জ ক্যাম্প পুলিশ। আটকের পরে বিষয়টি আলমডাঙ্গা উপজেলা ভূমি কর্মকর্তা হুমায়ন কবিরকে অবহিত করলে, তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট(এসিল্যাণ্ড) হিসেবে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে রিয়াদ হোসেনকে এক বছরের কারাদণ্ড প্রদান করেন।এ সময় তিনি উপস্থিত সাধারন জনতাকে মাদকের ভয়াবাহ্তা সম্পর্কে সচেতন করেন ও উদ্ধারকৃত গাজা সকলের মাঝে আগুনে পুড়িয়ে নষ্ট করেন।
You cannot copy content of this page
Leave a Reply