আলমডাঙ্গা অফিস ॥ আলমডাঙ্গার আসমানখালী মাধ্যমিক বিদ্যালয়ে নিরাপত্তা কর্মীকে গতকাল বুধবার বেলা ১২ টার দিকে অভিভাবক ও বহিরাগতরা বিদ্যালয়ে প্রবেশ করে বিদ্যালয়ের রিংকু মিয়াকে বেধরক মারপিট করেছে। এবিষয়ে বিদ্যালয়ের নিরাপত্তা কর্মী রিংকু মিয়া বলেন আমাদের স্কুলে মাঝে মধ্যে এমনভাবে বহিরাগতরা প্রতিদিন এসে মারামারি করে তাই আমি স্কুল চলাকালীন সময়ে আমার দায়িত্ব কঠোরভাবে পালন করছি আর এখন পরীক্ষা হচ্ছে আমি গেটে দায়িত্বে আছি এবং সকল ছাত্র-ছাত্রীকে আমি তাদের পরীক্ষার কেন্দ্রে যেতে বলছি এসময়ে এক ছাত্রকে জোরে তার পরীক্ষার রুমে যেতে বলেছি সে মুখ খারাপ করলে আমি আম গাছের ডাল দিয়ে তার পাশে মাটিতে বাখার দিয়েছি। ওই ছাত্র তার পিতা ও বহিরাগত ব্যক্তিদের ডেকে নিয়ে এসে আমাকে মারপিট করেছে। ঘটনার খবর শুনে ঘটনা স্থলে ছুটে যায় বিদ্যালয়ের নৈশ প্রহরী আলমঙ্গীর হোসেন মারামারি ঠেকাতে গেলে ও বাইজিত তার শার্টের কলার ধরে এবং অকথ্য ভাষা ব্যবহার করেছে। এসময়ে বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা এসে বিষয়টি নিয়ন্ত্রন করেছে।
স্থানিয় বাসিন্দা সাহাবুল ইসলাম বলেন যদি কোনো ছাত্র-ছাত্রীকে শিক্ষক-শিক্ষকা বিদ্যালয়ে বকা দেয় বা শাসন করে তবে কিছু আবাল অভিভাবক বিদ্যালয়ে এসে শিক্ষক বা অফিসের স্টাফদের মারপিট করে তাহলে বিদ্যালয়ে ছেলে মেয়ে স্কুলে না পাঠিয়ে নিজে শিক্ষক হয়ে নিজ বাড়িতে পরাতে হবে, নয় তো বা নিজে স্কুল খুলে নিজে মাষ্টার হয়ে ছেলে মেয়ে দের পড়াতে হবে। বেলা তিনটার দিকে বিদ্যালয়ের অফিস কক্ষে মিটিং হয়ে এসময়ে ওই ছাত্রের পিতার হাসিবুল বলেন আমার ছেলে কে নিরাপত্তা কর্মী মারপিট এর কথা শুনে আমার রাগ চেক দিতে পারিনি তাই নিরাপত্তা কর্মীর গায়ে হাত তুলে ফেলেছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বলেন ঘটনার পরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও গাংনী ইউপি চেয়ারম্যানসহ উভয় পক্ষকে ডেকে বিষয়টি হাত পা ধরে সমাধান করা হয়েছে ।
Leave a Reply