আলমডাঙ্গা অফিস ॥ আলমডাঙ্গায় জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে ও মহিলা ও শিশু মন্ত্রণালয়ের সহযোগিতায় ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১২ টার দিকে আলমডাঙ্গা কালিদাসপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস। প্রধান অতিথি ছিলেন সাবেক পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ নুর মোহাম্মদ জকু। বিশেষ অতিথি ছিলেন একাত্তরের অগ্নিসেনা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মইনুদ্দিন, কালিদাসপুর ইউপি চেয়ারম্যান শেখ মিকা, প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মন্টু। উঠান বৈঠকে ৫০ জন মহিলা সদস্য উপস্থিত ছিলেন।
Leave a Reply