আলমডাঙ্গা অফিস ॥ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক সাংবাদিক কৃষকদের দূর্দশার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় অলৌকিক ভাবে বেঁচে গেছেন।জানা গেছে, ১৫ মে দুপুরের দিকে জাতীয় দৈনিক “আজকের পত্রিকা” পেপারের আলমডাঙ্গা উপজেলা প্রতিনিধি ও ডিগ্রী কলেজের ইংরেজি প্রভাষক আমিরুল ইসলাম জয় একই উপজেলার ডামোশ-বেলগাছি-এরশাদপুর এলাকায় সম্প্রতি বৈরী আবহাওয়ায় কৃষকদের দূর্দশার তথ্য সংগ্রহ করতে গেলে চলন্ত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মক জখম হয়।পথচারীরা উদ্ধার করে শহরের ফাতেমা হাসপাতালে ভর্তি করেন। তার এ দূর্ঘটনার খবর পেয়ে আওয়ামীলীগ নেতা কাজী রবিউল হকসহ অনেকে দেখতে গেছেন।জখম সাংবাদিক এ প্রতিবেদককে জানান আমি কৃষকদের দূর্দশার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মারাত্মক জখম হয়।আল্লাহর ইচ্ছায় অলৌকিক ভাবে বেঁচে গেছি।সকলে আমার জন্য দোয়া করবেন। তার দ্রুত সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন আলমডাঙ্গা উপজেলা গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি,শিক্ষক, কবি ও সাহিত্যিক এম. জামিরুল ইসলাম খান জামিল।
Leave a Reply