আলমডাঙ্গা অফিস ॥ আলমডাঙ্গা উপজেলায় ৪র্থ পর্যায়ে ১৭ জন ভূমিহীন ও গৃহহীনদের মাঝে গৃহ সহ কাগজ পত্র হস্তান্তর করা হয়েছে। গতকাল বুধবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে একযোগে ভার্চুয়ালী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৪র্থ পর্যায়ে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। একই সাথে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আলমডাঙ্গা উপজেলার ১৭ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের উপকার ভোগীদের মাঝে গৃহসহ সংশ্লিষ্ট কাগজ পত্র হস্তান্তর অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক কবির হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন,ভাইস চেয়ারম্যান এ্যাডঃ খন্দকার সালমুন আহমেদ ডন,মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু,উপজেলা সহকারি কমিশনার ভূমি রেজওয়ানা নাহিদ,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুছা,উপজেলা প্রকৌশলী আরিফুদ্দৌলা,প্রকল্প কর্মকর্তা এনামুল হক,কৃষি সম্প্রসার কর্মকর্তা সোহেল রানা,উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা,বীর মুক্তিযোদ্ধা মইনদ্দিন পারভেজ।কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজার উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন,সোনালী ব্যাংকের ম্যানেজার আব্দুল আওয়াল,রুপালী ব্যাংকের ম্যানেজার জিল্লুর রহমান,মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, বিআরডিবি কর্মকর্তা শায়লা শারমিন,তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস প্রমুখ।প্রধান অতিথি বলেন,মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তয়নের লক্ষে সরকার সারা দেশে গৃহহীনদের মাঝে জমি ও গৃহ নির্মান করে তাদের মাঝে হস্তান্তর করছে, যাতে স্বাধীনতার স্বাধ সকল মানুষ সমান ভাবে ভোগ করতে পারে।সভায় আলমডাঙ্গা উপজেলায় ৪র্থ পর্যায়ে। এবার উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নে ১২ টি,নাগদাহ ইউনিয়নে ৩টি ও বেলগাছি ইউনিয়নে ২ টি ঘর উপকারভোগীদের মধ্যে হস্তান্তর করা হয়েছে।
You cannot copy content of this page
Leave a Reply