আলমডাঙ্গা অফিস ॥ আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডলের বিদায় ও নবাগত নির্বাহী অফিসার রনি আলম নুরের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার বেলা ৩টার দিকে আলমডাঙ্গা উপজেলা পরিষদ হলরুমে আলমডাঙ্গা অফিসার্স ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাগত নির্বাহী অফিসার রনি আলম নূর। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন। তিনি বলেন চাকরি জীবনে বিদায় শব্দের অর্থ আলাদা, এই বিদায় সেই বিদায় নয়, এক স্থান থেকে অন্য স্থানে বদলী অথবা প্রমোশনজনিত কারনে যেতে হয়, একজন যায়, অন্যজন আসে। আসা যাওয়ার মাধ্যমে চাকরীজীবিদের জীবন অতিবাহিত করতে হয়। বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার বলেন আমাদের চাকরি জীবন ঘাটে নোঙর ভীড়ানোর মত, এ ঘাট থেকে সে ঘাটে নোঙর ভীড়াই। তবে একটা কথা মনে রাখবেন সততা ও নিষ্ঠা থাকলে আপনি সঠিকভাবে চাকরি করতে পারবেন। আমরা ন্যায় কাজ হলে অবশ্যই করব, কিন্ত ন্যায় সঙ্গত বা সরকারি আদেশের বাইরে হলে সে কাজ করা আমাদের পক্ষে অসম্ভব হয়ে পড়ে, কিন্ত সরকারি নিয়মে হলে কোন তদ্বির করা লাগবে না। সভায় বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান এ্যাডঃ সালমুন আহম্মদ ডন, উপজেলা সহকারি কমিশনার ভূমি হুমায়ন কবির, উপজেলা স্বাস্থ্য ও প,প,কর্মকর্তা ডাঃ হাদী জিয়াউদ্দিন আহম্মদ, থানা অফিসার ইনচার্জ আলমগীর কবির। কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ সোহেল রানার উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহিল কাফি, উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদ, মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আঁখি, পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুজ্জামান খাঁন, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, চুয়াডাঙ্গা মহিলা কলেজের প্রভাষক মারুফুল হক, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সম্পাদক খ.হামিদুল ইসলাম আজম, যুগ্ম সম্পাদক প্রশান্ত বিশ্বাস, সহ সভাপতি ও সহকারি অধ্যাপক শেখ শফিউজ্জামান, আতিয়ার রহমান মুকুল, সরকারি কলেজের প্রভাষক আমিরুল ইসলাম জয়, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, ওসি এলএসডি মেরাজ হোসেন, প্রকল্প কর্মকর্তা এনামুল হক, কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজা, সিনিয়র সাংবাদিক ফিরোজ। সভায় প্রথমে বিদায়ি ও নবাগত ইউএনওকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান অফিসার্স ক্লাব। পরে প্রেসক্লাব নবাগত ও বিদায়ি ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান। শেষে অফিসার্স ক্লাবের পক্ষে ক্রেস্ট ও উপহার তুলে দেন বিদায়ী ইউএনও পুলক কুমার মন্ডলকে এবং উপজেলা স্বাস্থ্য ও প,প,অফিসারের পক্ষে ক্রেস্ট প্রদান করেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুজ্জামান।
You cannot copy content of this page
Leave a Reply