আলমডাঙ্গা অফিস ॥ আলমডাঙ্গা ভূমি অফিসের উদ্যোগে ভূমি সেবা সপ্তাহ ২০২২ উদ্বোধন করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন। গতকাল বিকাল বৈকাল চারটার দিকে উপজেলা ভূমি অফিস চত্বরে উদ্বোধন শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার রনি আলম নূর।বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র আলহাজ হাসান কাদির গনু, উপজেলা ভাইস চেয়ারম্যান খন্দকার সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি রেজওয়ানা নাহিদ। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন কানুনগো একেএম আমিনুল ইসলাম, প্রধান সহকারী সোহেল রানা, সার্টিফিকেট পেশকার আনিসুর রহমান, নাজির ইসমত তোহা ও সজিবুর রহমান।
Leave a Reply