আলমডাঙ্গা অফিস ॥ আলমডাঙ্গা মাইক্রোকার উপ শাখার ত্রি-বার্ষিক নির্বাচন শান্তি পূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।আনিছ সভাপতি,রানা সম্পাদক নির্বাচিত হয়েছে।গতকাল আলমডাঙ্গা মাইক্রো স্ট্যান্ডে সুন্দর ও সুষ্ট ভাবে নির্বাচন সম্পন্ন হয়।সকাল ৯ টা থেকে টানা বিকেল ৩ টা পর্যন্ত ভোট গ্রহন চলে।সকাল থেকেই উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন শুরু হয়।নির্বাচনে বিনা প্রতিদন্দিতায় সভাপতি নির্বাচিত হন মাইক্রো ড্রাইভার আনিসুজ্জামান আনিস।সাধারন সম্পাদক নির্বাচিত হন রানা আহমেদ ও কোষাধ্যক্ষ নির্বাচিত হন টুকুল।গতকাল নির্বাচনে সহ-সভাপতি পদে আব্দুস সালাম চেয়ার মার্কায় ৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়।তার নিকটতম প্রতিদন্দি হরিন প্রতিকে মিলন আহমেদ ৭০ ভোট,যুগ্ম সম্পাদক পদে রাসেল মাছ প্রতিকে ৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়।নিকটতম প্রতিদন্দি মেরাজ আলী আনারস প্রতিকে ৭৮ ভোট।সহ-সম্পাদক পদে শামিম রেজা বাঘ প্রতিকে ১১১ ভোট পেয়ে বিজয়ী,নিকটতম হাতী প্রতিকে মন্টু ৪৬ ভোট।সাংগাঠনিক সম্পাদক পদে শিলন রেজা বালতী প্রতিকে ১০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়।মাসুদ রানা গোলাপ ফুল প্রতিকে ৪৬ ভোট।প্রচার সম্পাদক পদে ফারুক হোসেন মই প্রতিকে ৮৪ ভোট পেয়ে নির্বাচিত,তরিকুল ঘোড়া প্রতিকে ৭২ ভোট।কার্যকরি সদস্য পদে মানিক আলী ফুটবল প্রতিকে ৯৯ ভোট ও সেতু মোরগ প্রতিকে ৮৭ ভোট পেয়ে নির্বাচিত,তার নিকটতম প্রতিদন্দি মনিরুল চাকা প্রতিকে ৬৪ ভোট।প্রধান নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন চুয়াডাঙ্গা জেলা বাস-,মিনিবাস,কোচ,ও মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক হাজী মোঃ রিপন মন্ডল।