আলমডাঙ্গা অফিস ॥ আলমডাঙ্গা রেল ষ্টেশনে সীমান্ত এক্সপ্রেসের যাত্রা বিরতি করেছে। বুধবার রাতে আলমডাঙ্গা স্টেশনে স্থায়ীভাবে স্টপেজ সীমান্ত ট্রেনটি যাত্রা বিরতি হওয়ায় আলমডাঙ্গাবাসির দীর্ঘদিনের দাবি পূরণ হলো। গত ৯ জুন সীমান্ত এক্সপ্রেসটি রাত ১২.১১ মিনিটে আলমডাঙ্গায় যাত্রা বিরতি করলে ট্রেনের গার্ড, চালক, এটেন্ডদের হাতে ফুলের তোড়া ও উপহার সামগ্রী তুলে দেন আলমডাঙ্গা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসান কাদির গনু। এ সময় তিনি মাননীয় রেলমন্ত্রী, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দার ছেলুন ও আলমডাঙ্গা গোবিন্দপুর গ্রামের কৃতিসন্তান বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুজ্জামান রাজা মাষ্টারের ছেলে ব্রিগেডিয়ার খন্দকার শফিকুজ্জামানকে সীমান্ত এক্সপ্রেস আপ এন্ড ডাউন ট্রেনটি স্টপেজ দেওয়াই আলমডাঙ্গাবাসির পক্ষে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন। এ সময় আরো উপস্থিত ছিলেন পৌরসভার ১নং- প্যানেল মেয়র খন্দকার মজিবুল হক, সহকারি স্টেশন মাষ্টার নাজমুল হোসেন, সহকারি স্টেশন মাষ্টার তৌহিদুল ইসলাম, বনিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সম্পাদক কামাল হোসেন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক খ. হামিদুল ইসলাম, আলমডাঙ্গা মুক্তমনা কল্যান ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ডাঃ মোঃ মহসিনুজ্জামান, সাংগঠনিক সম্পাদক বসিরুল আলম, ৩নং প্যানেল মেয়র মনোয়ারা খাতুন, কাউন্সিলর ডালিম হোসেন, এস এম বাবু, জেলা আওয়ামীলীগের সদস্য সিরাজুল ইসলাম, জেলা মৎস্যজীবিলীগের আহবায়ক শাহাবুল হক, বনিক সমিতির ক্যাসিয়ার ও মুদি ব্যাবসায়ি সমিতির সম্পাদক আলাউদ্দিন, কাউন্সিলর সাইফুল ইসলাম, বাপ্পিসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারিবৃন্দ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। উল্লেখ্য আলমডাঙ্গা রেলস্টেশনের অপারেটাল কার্যক্রম বন্ধ হলে আলমডাঙ্গাবাসির ব্যাপক আন্দোলনের মুখে পুনরায় অপারেটাল কার্যক্রম চালু সহ অস্থায়ী ভিত্তিতে কয়েকজন লোকবল দিয়ে স্টেশনের কাজ চালু হয়। পরে সীমান্ত এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস স্টপেজের দাবিতে আন্দোলন করতে থাকে। এরই এক পর্যায়ে গতকাল ৯ জুন রাত ১২ টা ১০ মিনিটে খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস আলমডাঙ্গায় যাত্রাবিরতি দেয়। আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেসটির আলমডাঙ্গায় যাত্রা বিরতির দাবি দীর্ঘদিনের। আলমডাঙ্গার মানুষ দীর্ঘ বছর ধরে এ দাবিতে সোচ্চার ছিল। এলাকাবাসির পক্ষ থেকে বিভিন্ন সময় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে এ দাবির সমর্থনে। এ দাবি বাস্তবায়নে একাধিবার সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে যোগাযোগ করা হয়েছে। এরই মধ্যে গত ৭ জুন বাংলাদেশ রেলওয়ের রাজশাহী অফিসের চিফ অপারেটিং সুপারেন্টেন্ডেন্ট (পশ্চিম) আলমডাঙ্গা স্টেশনে আন্তনগর সীমান্ত এক্সপ্রেসের যাত্রা বিরতির ঘোষণা সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করে। রাজশাহী রেলওয়ের (পি) (পশ্চিম)’র সহকারী চিফ অপারেটিং সুপারেন্টেন্ডেন্ট আব্দুল আওয়াল স্বাক্ষরিতে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, ৯ জুন থেকে খুলনা-চিলাহাটি-চিলাহাটি-খুলনা রুটে আপ-এন্ড ডাউন সীমান্ত এক্সপ্রেস ট্রেন চলাচল করবে। তার পরিপ্রেক্ষিতে ট্রেনটি যাত্রা বিরতি করে।
You cannot copy content of this page
Leave a Reply