আলমডাঙ্গা অফিস ॥ আলমডাঙ্গা সরকারি কলেজের কৃতি শিক্ষার্থী মোছাঃ ওয়াতকুলি জান্নাতি ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজে ভর্তির যোগ্যতা অর্জন করায় কলেজের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা সভায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবিদ গোলাম সরোয়ার মিঠুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল। এ সময় তিনি বলেন জান্নাতি আমাদের সরকারি কলেজের মুখ উজ্জল করেছে, শিক্ষকসহ সকল শিক্ষার্থীর মুখ উজ্জল করেছে। জান্নাতির মত শিক্ষার্থী যেন প্রতি ঘরে জন্ম হয়। গরীব ঘরে জন্ম নিয়ে, কোন প্রাইভেট মাষ্টার না থেকেও মেডিকেলে চান্স পেয়ে জান্নাতি উদাহরন সৃষ্টি করেছে। আমি আশা করব আগামীতে কলেজের সকল শিক্ষার্থী জান্নাতিকে অনুসরন করবে। সভায় জান্নাতি তার বক্তব্যে বলেন, আমি ডাক্তারি পাশ করে গতানুগতিক ডাক্তার নয়, মানবিক ডাক্তার হতে চায়, আপনারা দোয়া করবেন, আমার পিতা এই কলেজের একজন ছোট কর্মচারি, আমি যেন আমার পিতা-মাতার স্বপ্ন সফল করতে পারি। সভায় প্রধান অতিথির হাত থেকে কলেজের পক্ষ থেকে জান্নাতিকে নগত ৬০ হাজার টাকা, একটি মেডিকেল এপ্রোন ও একটি ক্রেস্ট প্রদান করা হয়। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ সালমুন আহম্মদ ডন, সমাজসেবা কর্মকর্তা আফাজ উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সম্পাদক খ.হামিদুল ইসলাম, কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজা, প্রেসক্লাবের সহসভাপতি আতিয়ার রহমান মুকুল, শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি অধ্যাপক সৈয়দ মামুন রেজা, আব্দুল মোনায়েম, মহিতুর রহমান, ইকবাল হোসেন, খলিলুর রহমান, হাবিবুর রহমান, মাকসুদুর রহমান, ফারুক হোসেন, তাপস রশিদ, কলি খন্দকার, শামিমা খাতুনসহ সকল শিক্ষক মন্ডলি। এ ছাড়াও বক্তব্য রাখেন শিক্ষার্থী মোছাঃ নিলুফা ইয়াছমিন এ্যানি। সভায় সম্প্রতি ষ্ট্রোক জনিক কারনে নিহত শিক্ষক প্রভাষক মোঃ মুরাদ আলীর স্ত্রীর হাতে কলেজের শিক্ষকদের পক্ষ থেকে ১ লক্ষ ২৫ হাজার টাকা প্রদান করা হয়। এ ছাড়াও অন্য একজন অসুস্থ শিক্ষককে ২৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।