1. admin@andolonerbazar.com : : admin admin
  2. andolonerbazar@gmail.com : AndolonerBazar :
শিরোনাম :
চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড উপজেলা ভোট ব্যর্থ হলে ৭ জানুয়ারির প্রতিষ্ঠিত গণতন্ত্র ব্যর্থ হবে : সিইসি মাথার উপর পিলার ভেঙে পড়ে  খোকসায় ৪ বছরের শিশুর মৃত্যু কুমারখালীর সেই সড়কের গাছকাটা বন্ধ করল এমপি রউফ আমাদের অবশ্যই যুদ্ধকে ‘না’ বলতে হবে : প্রধানমন্ত্রী প্রচন্ড তাপদাহে মানবিক কার্যক্রমে কুষ্টিয়া নাগরিক কমিটি শ্রমজীবি মানুষের পাশে  শৈলকুপায় বৃষ্টি জন্য ইস্তিসকার নামাজ আদায় আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা কুমারখালী হাসপাতালে ৩৩ টি আধুনিক মানের বেড প্রদান শেষে বৃক্ষরোপণ; হাসপাতালে সেবার মান বাড়ানোর তাগিদ দিলেন এমপি আব্দুর রউফ দৌলতপুর সীমান্তে বিদেশী পিস্তুল, গুলি ও মাদকসহ অটক-১

আলমডাঙ্গা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সম্পাদক আ.ফ.ম সিরাজ সামজির ১ম মৃত্যুবার্ষিকী পালন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪

 

আলমডাঙ্গা অফিস ॥ আলমডাঙ্গা সাহিত্যাঙ্গনের অন্যতম অভিভাবক জ্যেষ্ঠ সাহিত্যিক, আলমডাঙ্গা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সম্পাদক আ.ফ.ম সিরাজ সামজির প্রথম মৃত্যু বার্ষিকী গতকাল ফরিদপুর গ্রামে তার নিজস্ব প্রতিষ্ঠান দারুল কুরান নুরানী হাফেজিয়া কওমী মাদ্রাসায় কক্ষে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী মাষ্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাহিত্য পরিষদের সহ-সভাপতি সহকারি অধ্যাপক আসিফ হাহান, সাধারন সম্পাদক সাংবাদিক খ. হামিদুল ইসলাম আজম, গাঙচিল সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সভাপতি জামিরুল ইসলাম, সম্পাদক কবি হাবিবুর রহমান মজুমদার। সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক কবি গোলাম রহমান চৌধুরির উপস্থাপনায় বক্তব্য রাখেন  মওঃ আতিকুর রহমান, মওঃ মনিরুজ্জামান, মওঃ শাহাবুদ্দিন সাবু, সহকারি অধ্যাপক আব্দুর রহিম, সিদ্দিকুর রহমান, কবি অহর আলী, নাহিদ হাসান, টিমুনি রহমান, অন্তর হাসান সহ মুসুল্লিগন। বক্তাগন বলেন- কবি আ.ফ.ম সিরাজ সামজি একজন অভিজ্ঞ আপাদমস্তক কবি ছিলেন- যিনি সবসময় দেশপ্রেমের কথা বলেছেন, মানুষের অধিকার পূরণ ও ন্যায্যতা নিশ্চিতের কথা বলেছেন, নিজ সম্প্রদায়ের মানুষের উন্নয়ন ও অগ্রগমনের কথা বলেছেন, কিন্তু সাম্প্রদায়িকতার চর্চা করেননি কখনো। কবি আ.ফ.ম সিরাজ সামজী ছিলেন একজন বহুমাত্রিক মানুষ। এক জীবনকে তিনি আগুনের পরশমনিসম করে তুলেছিলেন নানা কর্ম ও অবদানে। যে জীবন তিনি যাপন করে গেছেন, সময়ের নিরীখে তা  যেমন ইতিহাসের গুরুত্বপূর্ণ এক অধ্যায়, তেমন কর্মাভিজ্ঞতাও ইতিবাচক, মানুষ মাত্রই সকলের কাছে অমূল্য এক সম্পদ। বাংলা ভাষার স্যাটায়ার লিটারেচার বা ব্যঙ্গ সাহিত্যকে উচ্চকিত করেছেন ঈর্ষণীয় এক স্থানে। ব্যক্তি-সমাজ ও প্রতিষ্ঠানকে দেখার ক্ষেত্রে ছিলেন আক্ষরিক অর্থেই বিরল প্রতিভার অধিকারী এবং এসবের স্বরূপ নির্ণয় ও বিশ্লেষণে ছিলেন ক্ষুরধার, আপসহীন ও নির্মোহ এক সৃজনশিল্পী। তিনি ফরিদপুর গ্রামে একটি মাদ্রাসা, মসজিদ, স্কুল প্রতিষ্ঠাসহ বিশ্বজগৎ বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা ছিলেন। উল্লেখ্য ২০২৩ সালের আজকের এই দিনে তিনি আমাদের সকলের মায়া ত্যাগ করে ইহজগৎ ছেড়ে চলে যান।

Please Share This Post in Your Social Media

আরো খবর
© All rights reserved ©2021  Daily Andoloner Bazar
Site Customized By NewsTech.Com