ক্রীড়া প্রতিবেদক ॥ দুই সপ্তাহ আলোচনা চলার পর কার্লেস আলেনার ব্যাপারে সমঝোতায় পৌঁছেছে বার্সেলোনা ও গেতাফে। ২৩ বছর বয়সী এই মিডফিল্ডার স্থায়ীভাবে এখন লা লিগার আরেক ক্লাব গেতাফের খেলোয়াড়। গত মৌসুমের মাঝামঝি আলেনাকে ধারে গেতাফেতেই পাঠিয়েছিল বার্সেলোনা। শনিবার তাকে পুরোপুরি ছেড়ে দিয়েছে কাতালুনিয়ার দলটি। তবে ট্রান্সফারের আর্থিক অঙ্কের বিস্তারিত জানায়নি কোনো পক্ষই। স্প্যানিশ গণমাধ্যমের খবর, ট্রান্সফারের অঙ্ক ৫০ লাখ ইউরো। বার্সেলোনার ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে বলা হযেছে, ভবিষ্যতে গেতাফে আলেনাকে বিক্রি করলে ওই ট্রান্সফার ফির ৫০ শতাংশ পাবে বার্সেলোনা। চুক্তির শর্তে, এই মিডফিল্ডারকে ফেরানোর সুবিধাও রাখা হয়েছে বার্সেলোনার। আবার কোনো ক্লাবে আলেনাকে বিক্রি করতে চাইলে আপত্তি জানাতে পারবে বার্সেলোনা। বার্সেলোনার একাডেমি লা মাসিয়ায় বেড়ে ওঠা আলেনা খেলেছেন ‘বি’ দলে। পরে মূল দলের হয়ে ৪৪ ম্যাচে খেলে করেন ৩ গোল। মূল দলে থিতু হতে না পারা ২৩ বছর বয়সী এই মিডফিল্ডারকে গত বছরের শুরুতেও রিয়াল বেতিসে ধারে পাঠিয়েছিল বার্সেলোনা।
You cannot copy content of this page
Leave a Reply