ঢাকা অফিস ॥ আল-আকসা মসজিদে বিক্ষোভকারী ফিলিস্তিনিদের উপর আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসময় গণমাধ্যমকর্মীসহ আহত হয়েছেন অন্তত ৯ জন। কাতারভিত্তি আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবদেনে এমনটি বলা হয়। রেড ক্রিসেন্টের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে মঙ্গলবার ইসরায়েলের এক মিছিলে মহানবীকে নিয়ে কটুক্তি করায় শুক্রবার জুম্মার নামাযের পর বিক্ষোভ করেন ফিলিস্তিনিরা। এসময় আন্দোলনকারীদের উপর টিয়ার গ্যাস, স্টিল বুলেট, স্টান গ্রেনেড ছোঁড়ে ইসরায়েলি বাহিনী। পুলিশ জানিয়েছে মসজিদ প্রাঙ্গন থেকে ১০ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে দখলকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি নির্মাণের প্রতিবাদে করা বিক্ষোভে ইসরায়েলি বাহিনীর হামলায় আহত হয়েছেন অন্তত ৪৭ জন।
You cannot copy content of this page
Leave a Reply