আসমানখালী প্রতিনিধি ॥ বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার বিকেলে আসমানখালী বাজারে গাংনী ইউনিয়ন প্রাঙ্গণে আলমডাঙ্গার গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য রকিবুল হাসান। প্রধান অতিথি ছিলেন গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবু তাহের আবু। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও আসমানখালী মাধ্যমিক বিদ্যলয়ের সভাপতি ডা. জয়নাল আবেদীন, আব্দুল খালেক, খেদের আলী বিশ্বাস ধুলু, বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল রাজ্জাক, ইউনিয়ন আওয়ামীলীগ দপ্তর সম্পাদক মজিবুল হক মুন্সী, সাবেক সাধারণ সম্পাদক মুন্সী ইমদাদুল হক, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম, কামরুজ্জামান রিপন, লেমন হোসেন রাজা, সামসুর রহমান সামু, ইমদাদুল হক ওদুদ, ইলিয়াস হোসেন, কুতুব উদ্দীন, জাহিদ হোসেন, ইউপি সদস্য মাসুম আলী, মজিবুল হক, কলিম উদ্দীন, নওশাদ আলী, আশাবুল হক, ইমরুল হোসেন, মিজানুর রহমান, বেল্টু রহমান, এনামুল, মাসুম আলী, ইউনুচ আলী, আমজাদ হোসেন খোকন, আনিছুরজ্জামান লিঠুসহ ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন যুবলীগের সভাপতি রোকনুজ্জামান টোকন।
You cannot copy content of this page
Leave a Reply