ঢাকা অফিস ॥ ইউক্রেন থেকে অস্ত্র চোরাচালানের অভিযোগ অ্যালেক্সান্ডার লুকাশেনকোর অস্ত্র চোরাচালানের অভিযোগ এনে ইউক্রেনের সঙ্গে সীমান্ত বন্ধ করেছে বেলারুশ। দেশটিতে স্বৈরতন্ত্রের অবসান ঘটাতে ইউক্রেন থেকে অস্ত্র পাচার করা হচ্ছে বলে দাবি করেন বেলারুশের প্রেসিডেন্ট অ্যালেক্সান্ডার লুকাশেনকো। তাকে ক্ষমতাচ্যুত করতে বিদেশি অর্থায়নে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী কাজ করছে বলে দাবি করেন লুকাশেনকো। জার্মানি, লিথুনিয়া, পোল্যান্ড, ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এসব সন্ত্রাসী গোষ্ঠীকে অস্ত্র সরবরাহের অভিযোগ আনেন তিনি। এর মধ্যে ইউক্রেন থেকে সবচেয়ে বেশি অস্ত্র প্রবেশ করেছে। দেশের নিরাপত্তার খাতিরে সীমান্ত বন্ধ করে দেয়া হয়েছে বলে মন্তব্য করেন বেলারুশের প্রেসিডেন্ট। এ পদক্ষেপের নিন্দা জানিয়েছে ইউক্রেন। এর আগে গেল মে মাসে বেলারুশে রায়ানএয়ারের একটি ফ্লাইট জোর করে অবতরণ করিয়ে সরকারের একজন সমালোচককে আটক করা হয়। এঘটনার পর বেলারুশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমা দেশগুলো।