আমলা অফিস ॥ কুষ্টিয়ার মিরপুরে জীবানুনাশক ¯েপ্র, মাইকিং ও মাস্ক বিতরন করেছে। গতকাল শুক্রবার বেলা ১০টা হতে ১টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে ইউনিক ইয়ুথ অর্গানাইজেশনের সদস্যরা বর্তমান অধিক ঝুঁকিপূর্ন করোনা পরিস্থিতি বিবেচনা করে এসব বিতরণ করেন। আলো সেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থার সহযোগীতায় উপজেলার কামিরহাট গ্রামের বিভিন্ন স্থানে, রাস্তা, বাজার, চায়ের দোকান, মসজিদ ক্লিনিকসহ এলাকার স্বল্প থেকে শুরু করে অধিকতর জনসমাগম এরিয়াতে জীবানুনাশক ¯েপ্র করেছে। এছাড়া গণমানুষের মাঝে মাস্ক বিতরণসহ জুম্মায় এলাকার মসজিদগুলোতে মুসল্লীদের মাঝে মাস্ক বিতরণ করে। এছাড়া এলাকায় করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় মানুষের মাঝে জনসচেতনতা বৃদ্ধি করতে মাইকিং দ্বারা করোনা পরিস্থিতি মোকাবেলার সকল বিধিনিষেধ প্রচার করে। এসময়ে সংগঠনের সভাপতি শাহিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন, কামিরহাট ইউপি সদস্য জয়েন উদ্দিন প্রমুখ। এসময় চেয়ারম্যান হাজী আব্দুস সালাম বলেন- এলাকার করোনা পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপে সর্বদা তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। এছাড়া এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ ইউনিক ইয়ুথ অর্গানাইজেশনের নির্বাহী কমিটির সদস্যসহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page
Leave a Reply